পটুয়াখালীতে সিভিল সার্জনের বিরুদ্ধে আউটসোর্সিং জনবল সরবরাহের দরপত্রে অনিয়মের অভিযোগ

122

বরিশাল থেকে আরিফুর রহমান সেতু
২০২২-২০২৩ অর্থবছরের জন্য আউটসোর্সিং প্রক্রিয়ায় জনবল সরবরাহের জন্য ঠিকাদার নিয়োগের জন্য পটুয়াখালীর সিভিল সার্জন কার্যালয়ের দরপত্র গত এপ্রিল মাসের ২ তারিখে প্রকাশ করা হয় যার স্মারক নং সিএস/পটুয়া/দরপত্র-আহবান/২০২৩/৫৪৮/১(৩৮)। নির্ধারিত তারিখের মধ্যে উল্লেখিত দরপত্রে ৫ টি প্রতিষ্ঠান অংশগ্রহন করে যার মধ্যে প্রাথমিকভাবে Roots Development Ltd. কে যোগ্য বলে চিহ্নিত করা হয়। এতে সংক্ষুব্ধ হয়ে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান বীথি এন্ড গ্রীন সিকিউরিটি সার্ভিস (প্রাঃ) লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ কুদ্দুসুর রহমান জেলা প্রশাসক বরাবর ১১/০৫/২০২৩ তারিখে ঠিকাদারী প্রতিষ্ঠান নিয়োগে অনিয়মের অভিযোগ এনে ডা এস এম কবির হাসান, সিভিল সার্জন পটুয়াখালীর বিরুদ্ধে অভিযোগ করেন । এছাড়াও তিনি আরও অভিযোগ করেন Roots Development Ltd. অফিস অব দ্যা রেজিস্টার্ড অব জয়েন্ট স্টক কোম্পানীজ এন্ড ফার্মস এ নিবন্ধিত নয় মর্মে একটি স্ক্রিনশট সংযুক্ত করেন অথচ ঐ একই পোর্টালে দেখা যায় Roots Development Ltd. আবেদিত কিন্তু  বীথি এন্ড গ্রীন সিকিউরিটি সার্ভিস (প্রাঃ) লিঃ নামে কোন প্রতিষ্ঠান নিবন্ধিত নয়। এ বিষয়ে পটুয়াখালী সিভিল সার্জন ডা এস এম কবির হাসান আমাদের জানান, একটি
নিয়োগ চক্র এই সেবামুলক প্রতিষ্ঠানটিকে প্রশ্নবিদ্ধ করার জন্য চেষ্টা করে যাচ্ছে। এই জনবলে প্রাথমিকভাবে নির্বাচিত প্রতিষ্ঠানের কাগজপত্র অধিদপ্তরে পাঠানো হয়েছে। সেখান থেকে যাচাই বাছাই করেই নির্বাচিত প্রতিষ্ঠানকে কাজ দেয়া হবে। এ বিষয়ে অনিয়মের সুযোগ নেই। এ বিষয়ে আমাদের অনুসন্ধানে উঠে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। বীথি এন্ড গ্রীণ সিকিউরিটি (প্রাঃ) লিঃ যদি জয়েন্ট স্টকে নিবন্ধিত না হয়ে থাকে
তাহলে তারা আরো কাজ পায় কিভাবে? এই প্রতিষ্ঠানের মাধ্যমে পটুয়াখালী মেডিকেল কলেজে ৩০ জন, উপকূলীয় বন বিভাগে ৫৫ জন এবং পুলিশ বিভাগে ৩৫ জন কাজ করছে। তাহলে নিয়োগ বাণিজ্যের হোতা কে? সিভিল সার্জন নাকি অন্য
কেউ……বাকি অংশ আগামী প্রতিবেদনে