A 100 crore defamation and compensation case has been filed against Mrs. Prawma Khan

59

Title:  A 100 crore defamation and compensation case has been filed against Mrs. Prawma Khan, (Country Manager, ACCA-Bangladesh).

Description:

A 100 core defamation and compensation law suits has been filed at Khulna Joint District Judge First Court in Khulna, Bangladesh (Case No 4) on Wednesday, April 20, 2022 against six people including Mrs. Prawma Khan (wife of Mr. Kazi Ahsanul Haque) who is currently serving as a Country Manager of ACCA (Bangladesh) for allegedly posted offensive, false and threatening status in Facebook on October 05, 2020 against a Professor in Bangladesh. The plaintiff’s lawyer, Md. Zakir Hossain has confirmed the matter. Journalist and Apprentice Lawyer Sanjida Khan (the plaintiff in this case) has stated that the defendants including Mrs. Prawma Khan had defamed her husband by intentionally and knowingly written, commented, shared, transmitted, published and propagated offensive, false and threatening information and also spreading derogatory propaganda in digital platforms and social media against her husband in order to annoy, insult, humiliate and malign her husband and her family. As a result, Sanjida Khan (the plaintiff), her husband and her family have been humiliated at home and abroad, including in the society, family and workplace. That is why, a 100 crore defamation and compensation case has been filed in the court to get justice and remedy.

শিরোনাম: মিসেস প্রওমা খান, (কান্ট্রি ম্যানেজার, ACCA-বাংলাদেশ) এর বিরুদ্ধে 100 কোটি টাকার মানহানি ও ক্ষতিপূরণের মামলা দায়ের করা হয়েছে।

বর্ণনা: বাংলাদেশের খুলনার যুগ্ম জেলা জজ আদালতে (মামলা নং 4) বুধবার, 20 এপ্রিল, 2022 তারিখে মিসেস প্রওমা খান (জনাব কাজী আহসানুল হকের স্ত্রী) সহ ছয়জনের বিরুদ্ধে 100টি মূল মানহানি ও ক্ষতিপূরণ আইনের মামলা দায়ের করা হয়েছে। ) যিনি বর্তমানে বাংলাদেশের একজন অধ্যাপকের বিরুদ্ধে 05 অক্টোবর, 2020 তারিখে ফেসবুকে আপত্তিকর, মিথ্যা এবং হুমকিমূলক স্ট্যাটাস পোস্ট করার অভিযোগে ACCA (বাংলাদেশ) এর কান্ট্রি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। বাদীর আইনজীবী মোঃ জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। সাংবাদিক ও শিক্ষানবিশ আইনজীবী সানজিদা খান (এই মামলার বাদী) বলেছেন যে মিসেস প্রওমা খান সহ আসামীরা ইচ্ছাকৃতভাবে এবং জ্ঞাতসারে তার স্বামীর মানহানি করেছেন, আপত্তিকর, মিথ্যা এবং হুমকিমূলক তথ্য লিখেছেন, মন্তব্য করেছেন, শেয়ার করেছেন, প্রচার করেছেন, প্রকাশ করেছেন এবং প্রচার করেছেন। ডিজিটাল প্ল্যাটফর্ম এবং সোশ্যাল মিডিয়াতে তার স্বামীর বিরুদ্ধে অবমাননাকর প্রচারণা ছড়ানো, যাতে তার স্বামী এবং তার পরিবারকে বিরক্ত করা, অপমান করা, অপমান করা এবং অপমান করা। ফলে সানজিদা খান (বাদী), তার স্বামী ও তার পরিবার সমাজ, পরিবার ও কর্মক্ষেত্রসহ দেশ-বিদেশে লাঞ্ছিত হয়েছেন। সেজন্য বিচার ও প্রতিকার পেতে আদালতে ১০০ কোটি টাকার মানহানি ও ক্ষতিপূরণের মামলা করা হয়েছে।