আগামী ০৩ দিন পর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে, বাড়তে পারে শীত : আবাহওয়া অধিদপ্তর

81

কিছুটা বেড়েছে দিনের তাপমাত্রা। রোদের দেখা মেলায় দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান বেড়ে শীতের তীব্রতা কমেছে। ঘন কুয়াশা কেটে গিয়ে রোদের উষ্ণতায় সোমবার শীত পরিস্থিতি উন্নতির দিকে যেতে পারে। এমন পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সপ্তাহের শেষ দিকে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।রোববার (৮ জানুয়ারি) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল যশোর ও চুয়াডাঙ্গায় ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এটাই চলতি শীত মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিন শনিবার ছিল ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। দুপুরের পরে ঢাকায় সূর্যের দেখা মেলে। ফলে তীব্র শীতের অনুভূতি কিছুটা কমেছে। আগের দিন শনিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। রোববার সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত এটি অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক সংবাদমাধ্যমকে বলেন, টাঙ্গাইল, ফরিদপুর, মানিকগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা ও কুষ্টিয়া জেলাসহ রাজশাহী ও রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু এলাকা হতে প্রশমিত হতে পারে।

তিনি বলেন, সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী দু-দিনের মধ্যে রাতের তাপমাত্রা কমতে পারে। আগামী তিন দিন পর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।