সাতক্ষীরার বাঁশদহায় জাতীয় পার্টির অফিস উদ্বোধন ও গণসংযোগ

590

বদরুজ্জামান খোকা, সাতক্ষীরা  জেলা প্রতিনিধি :

৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে- পল্লী বন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ। এর স্লোগান কে সামনে রেখে সদর উপজেলা ১ নম্বর বাঁশদহা ইউনিয়নের বাঁশদহা বাজারে জাতীয় পার্টির অফিস উদ্বোধন করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাতক্ষীরা সদর-২ আসনের জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মনোনীত প্রার্থী শেখ মাতলুব হোসেন লিয়ন। উদ্বোধন পরবর্তীতে বাঁশদহা বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। গরিব দুঃখী অসহায় মানুষের খোঁজ-খবর ও পাশে থাকার অঙ্গীকার করেন। তাছাড়া অসহায় মানুষের সেবা দোরগোড়ায় প্রদানের জন্য প্রতিজ্ঞাবদ্ধ ভাবে নিজে এবং সকল নেতাকর্মীদের কাঁধে কাঁধ রেখে কাজ করার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ আব্দুস সাদেক, জেলা জাপার সাংগঠনিক সম্পাদক ও জাপার সদস্য সচিব শেখ শরিফুজ্জামান (বিপুল)। জেলার নেতা হারুন অর রশিদ। মাজারুল ইসলাম ও ইউনিয়ন সভাপতি বদরুজ্জামান খোকা,সাধারণ সম্পাদক আমিনুর রহমান,উপজেলা নেতা মারুফ হোসেন সহ ৯ টি ওয়ার্ডের জাতীয় পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। সীমান্ত রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক শরিফুল ইসলাম,রুহুল আমিন, আমিনুর রহমান জীবন সহ বিভিন্ন মিডিয়ার কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।